Random Posts

ভেড়ামারায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ॥ মেয়ের মৃত্যুর সংবাদে মা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারার পল্লীতে গলায় ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা করেছে। মেয়ের মৃত্যুর সংবাদে মা হৃদরোগে আক্রান্ত হয়ে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এলাকায় শোকের মাতম।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের পশ্চিমা গ্রামের কুয়েত প্রবাসী কালাম হোসেন'র বড় মেয়ে এসএসসি পরীক্ষার্থী কেয়া খাতুন কুসুম (১৬) নিজের রুমে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে মর্মান্তিক ও হৃদয়বিদারক এই ঘটনা সংঘটিত হয়েছে। ময়নাতদন্তের জন্য কুসুম’র লাশ কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মেয়ের দু:খজনক মৃত্যুর ঘটনায় কুসুম’র মা আকষ্মিক হৃদরোগে আক্রান্ত হলে চিকিৎসার জন্য তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য কুসুম’র লাশ কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Post a Comment

0 Comments