Random Posts

মিরপুরে মাদক ব্যবসায়ীর হাতে বাজারের সার ব্যবসায়ী লাঞ্ছিত ॥ প্রতিবাদে বাজারের দোকান বন্ধ

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিরপুর বাজারের সার ব্যবসায়ী মজিবর রহমান (৪৮) কে মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী রাজিব মল্লিক (৩৫) শাররীকভাবে লাঞ্ছিত করেছে। বুধবার রাত ৯টায় মিরপুর বাজারের ঈগল চত্বরে এঘটনা ঘটে। এঘটনায় মিরপুর বাজার কমিটির আহ্বানে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে। এ সময়ে ব্যবসায়ীরা চার ঘন্টাব্যাপী বিউটি সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করে। মিরপুর বাজার কমিটির সভাপতি মেয়র হাজী এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাজার কমিটির সিনিয়র সহ সভাপতি ও প্রেস ক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, বাজার কমিটির সহ সভাপতি জিয়ানুল হক খান বাবলু চৌধুরী, আব্দুল কাদের মালিথা, সাধারন সম্পাদক মফিদুল হক, যুগ্ম সাধারন সম্পাদক মুশিউর রহমান নাসিম, সাবান আলী, কোষাধ্যক্ষ আব্দুল আলিম, প্রচার সম্পাদক, মোঃ মনিরুজ্জামান মেঠে, দপ্তর সম্পাদক মোঃ মুক্তার হোসেন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আসকর আলী প্রমুখ। এসময় বক্তারা বলেন, মাদক ব্যবসায়ী রাজিব মল্লিক মদ্যপ অবস্থায় রাতে বাজারে প্রবেশ করে মজিবর রহমানকে শাররীকভাবে লাঞ্ছিত করে মেয়রের অফিসের চেয়ার ভাঙ্গচুর করে। এব্যাপারে স্থানীয় থানার একটি অভিযোগ দায়ের করা হয়। কিন্তু প্রশাসনের কোন ভূমিকা না থাকার প্রতিবাদে আজকের এই সমাবেশ। বক্তরা সমাবেশে মাদক ব্যবসায়ী রাজিব মল্লিকের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেপ্তারের জোর দাবী রাখেন। পরবর্তীতে মিরপুর থানার সাব ইন্সপেক্টর আবুল কালাম সমাবেশস্থলে হাজির হয়ে মামলা রেকর্ড হয়েছে ও আসামীকে অবিলম্বে গ্রেপ্তার করা হবে মৌখিকভাবে নিশ্চিত করলে বাজারের ব্যবসায়ীরা সকল ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেন।

Post a Comment

0 Comments