Random Posts

ভেড়ামারায় এস.এস.সি জিরো ফোর ব্যাচের ঈদ পুনর্মিলনী

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় এসএসসি ২০০৪ (জিরো ফোর) ব্যাচের বন্ধুদের আয়োজনে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী বিলশুকায় অবস্থিত সাথী ফুড পার্ক এন্ড রিসোর্ট এর নতুন আধুনিক অডিটোরিয়ামে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভেড়ামারায় অবস্থানরত জিরো ফোর বন্ধুদের আয়োজনে উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে রেজিঃ কৃত ৬২জন বন্ধু তাদের বাল্য জীবনের স্মৃতি চারণ করে। উক্ত অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, জিরো ফোর ব্যাচের ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি ও ভেড়ামারা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি সাংবাদিক নেতা এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, জিরো ফোর ব্যাচের সহ-সভাপতি আজমাইন মোহন, সেক্রেটারি মীর হাসান আলী বাবর, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ঈদ পুনর্মিলনী কমিটির ক্যাসিয়ার ফয়সাল কবির সহ তানভীর ইসলাম আবির, রাকিব হোসেন, মুবিন, ইয়াকিন, ডাঃ হাসান ইকবাল, ডাঃ আব্দুল্লাহ আল মামুন, পেয়ার আলী, স্বপন, জাহানুর, মাহাবুল মাষ্টার, তারিক, রাশেদুল, উজ্জল, সাংবাদিক জাহিদ হাসান, চাঁদ, উদয়, চন্দন, আশরাফুল, রাজিব, সোনিয়া শিলা, ফারজানা ইসলাম হ্যাপী, সঞ্জয়, সালাম রুবেল, সোহেল রানা, শামীম, মেহেদী হাসান রনি, সিজার, রকি বিশ্বাস, মিলন খান, নয়ন, নূরনবী সহ ৬২জন বন্ধু। অনুষ্ঠানের শুরুতে টি-২০ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় জিরো ফোর ব্যাচের সভাপতি আল-মাহাদী’র টিম জয়লাভ করে। দুপুরের খাওয়া দাওয়া শেষে বিভিন্ন ইভেন্ট এর খেলাধুলা ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্ট এর পুরস্কার বিতরণ করেন, জিরো ফোর ব্যাচের সভাপতি এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী ও সেক্রেটারি মীর হাসান আলী বাবর।
 

Post a Comment

0 Comments