চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক ও কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ভেড়ামারার ফোরলেন রাস্তা নির্মাণের বিরোধিতাকারী অপশক্তির বিরুদ্ধে প্রয়োজনে গণআন্দোলন গড়ে তুলতে হবে। সর্বস্তরের ভেড়ামারাবাসীর মতো নাগরিক সমাজের একজন সহযোগি হিসেবে উল্লিখিত প্রকল্প বাস্তবায়নে আমি পৌর কর্তুপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করবো। জাসদ নেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন মঙ্গলবার কুষ্টিয়ার ভেড়ামারা বাসস্ট্যান্ডে পৌরসভার উদ্যোগে ৩নং ব্রিজ থেকে হিসনা ব্রিজ পর্যন্ত ফুটপাতসহ রাস্তা সম্প্রসারণ বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে রাখা বক্তব্য এসব কথা বলেন।
ভেড়ামারা পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল'র সভাপতিত্বে এবং প্যানেল মেয়র নাইমুল হক'র সঞ্চালনায় অনুষ্ঠিত আজকের মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনসার আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা শরীফুজ্জামান নবাব, আলহাজ্ব তারিকুজ্জামান তারিক, পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও অটো-সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক সোলাইমান মাষ্টার, বাংলার মাটি রক্ষা জাতীয় কমিটির সভাপতি ও অটো-সিএনজি মালিক সমিতির সভাপতি সোলাইমান চিশতি ও ভেড়ামারা সরকারি মহিলা কলেজের প্রভাষক শফিকুল ইসলাম শাহীন প্রমূখ। বক্তা নেতৃবৃন্দ অত্যন্ত দ্ব্যার্থহীন ভাব৷ যেকোনো মূল্যে প্রস্তাবিত ফোরলেন রাস্তা বাস্তবায়নে নিজনিজ অবস্থান থেকে পৌর প্রশাসনকে সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, একনেক সভায় পাশ হওয়া বহুল প্রত্যাশিত ফোরলেন রাস্তা (ড্রেনও ফুটপাতসহ) নির্মাণ কাজ সম্পন্ন হলে ভেড়ামারাবাসী চলমান ভয়াবহ যানজট ও নাগরিক বিড়ম্বনা থেকে মুক্তি পাবে। ২:২০ কি:মি: রাস্তার (ড্রেন ও ফুটপাতসহ) নির্মাণ ব্যয় আনুমানিক ২৬ কোটি টাকা। আগামী মাসের (মে মাস) দ্বিতীয় সপ্তাহের মধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জায়গা অধিগ্রহণ করে পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার পর ফোরলেন রাস্তার কাজ শুরু হবে।
0 Comments