Random Posts

বিএনপি ক্ষমতা থাকাবস্থায় প্রত্যেক নেতার পিঠে দুনীতির ছাপ এবং হাতে রক্তের দাগ লেগে আছে : হাসানুল হক ইনু

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ জাসদ সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, নিত্যপন্য বাজারের উদ্ধগতি ও দুর্নীতি সম্পর্কে বিএনপির যে অভিযোগগুলো চেয়ে বেশি দাবী করছেন নির্বাচনের আগে একটি অস্বাভাবিক সরকার গঠনে ব্যস্ত আছেন। বিএনপি জামাত, রাজাকার সম্প্রদায়ক চক্রকে সাথে নিয়ে তালেবান সরকার এবং সংবিধান বদল করার ৩টি হুমকি ও বিপদজনক দাবী করেছেন। তিনি আরও বলেন বিএনপি আলাউদ্দিনের দৈত্যর কাছে অস্বাভাবিক ইচ্ছা দাবী করেছেন এটা সরকারের পক্ষে আদৌও সম্ভব নয়। বিএনপি দুর্নীতি নিয়ে অথবা দ্রব্যপণ্য নিয়ে মাথা ঘামাচ্ছে না কারণ দুর্নীতির মোকাবেলা করার ক্ষমতা বিএনপির নেই। এতে প্রমানিত হয় যে, বিএনপির যখন ক্ষমতায় ছিল প্রত্যেকটা নেতার পিঠে দুনীতির ছাপ এবং হাতে রক্তের দাগ। সুতরাং বিএনপির মুখে দুর্নীতির বিরুদ্ধে হুংকার ছাড়া কিছু নেই।
জাতীয় নির্বাচন সম্পর্কে তিনি বলেন নির্বাচনের সময় কে যাবে আর যে যাবে না এটা গণকও বলতে পারে না। যখন নির্বাচন শুরু হবে তখন দেখা যাবে বলে তিনি জানান।
সোমআর কুষ্টিয়া মিরপুরের খাদিমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নব নির্মিত একাডেমিক উর্দ্ধমুখী ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাসানুল হক ইনু এমপি। খাদিমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নজরুল ইসলামের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, মিরপুর উপজেলা জাসদের সভাপতি আহমদ আলী । এসময় স্থানীয় জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments