চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নে হরিপুর গ্রামে মঙ্গলবার বিকালে মহসিন ও কুদরতের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় উক্ত দুটি পরিবার সবকিছু হারিয়ে পথে বসার উপক্রম। ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই।
ভেড়ামারা ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার জুনিয়াদহ ইউনিয়নে হরিপুর গ্রামে মহসিন ও কুদরতের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘঁনা ঘটে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসে। কিন্তু তার আগেই দিন মজুর ও অটোরিকশা চালক মহসিন ও কুদরতের বাড়ী ঘর, কাপড় চোপড়, আসবাবপত্র, ঘরে রাখা বেশ কিছু নগদ টাকা ছিল, ১টা, ফ্রিজ, স্বর্ণালঙ্কার, ৩টা বড় গরু-সহ সব পুড়ে ছায় হয়ে গেছে। মর্মান্তিক দৃশ্য। পরিবারের সবাই সব কিছু হারিয়ে কাঁদতে কাঁদতে পাগলের মত হয়ে গেছে। সব মিলিয়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তারা পরিবার জানান।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, হরিপুর গ্রামে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নির্বাপণ করা হয়। ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তিনটি গরু ও দুটি বসতবাড়ির ৬ টি কক্ষ আগুনে পুড়ে যায়। এতে ১০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছি।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। তাদের সাহায্যে এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
0 Comments