Random Posts

ভেড়ামারায় ঘাতক ড্রাম ট্রাকে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মচারি ইমরান নিহত

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারার গোলাপনগরে বৃহস্পতিবার রাতে ঘাতক ড্রাম ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মচারি ইমরান হোসেন (২৬) নিহত হয়েছে। রাত ১১টা পর্ষন্ত এলাকাবাসী ৩ ঘন্টা ভেড়ামারা-রায়টা মহাসড়ক অবরোধ করে রাখে।
ভেড়ামারা থানা ও এলকাবাসী সুত্রে জানা গেছে. ইমরান হোসেন পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকুরী করেন। বাড়ি ফেরার পথে ঘাতক ড্রাম ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মচারি ইমরান হোসেন (২৬) নিহত হন। দূর্ঘটনার পর স্থানীয়রা ইমরানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সে বাহাদুরপুর নতুন পাড়া গ্রামের ভ্যান চালক বাচ্চু মিয়ার ছেলে। ঘাতক ট্রাককে আটক করে স্থানীয় জনতা।
ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এই রাস্তায় বেপরোয়া গতির ড্রাম সহ সকল অবৈধ যান চলাচল বন্ধের দাবি জানান স্থানীয় জনগণ।

Post a Comment

0 Comments