চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারাকে মাদক মুক্ত করতে পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশ দিলেন জাসদ সভাপতি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু। তিনি আরো বলেন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আমার নির্বাচনী আসন। এই আসনকে মাদক মুক্ত দেখতে চাই।
হাসানুল হক ইনু আরো বলেন, যেনো তেনো ভাবে রাষ্ট্র ক্ষমতা দখলই বিএনপি-জামায়াত জোটের লক্ষ্য। বিএনপি অতীতে ক্ষমতায় থেকে তাদের হাতে রক্তের দাগ লাগিয়েছে। তাদের পিঠে দুর্নীতির ছাপ আর পকেটে খুনি-জঙ্গি, রাজাকার জামায়াত। রাষ্ট্র ক্ষমতায় একবার মুক্তিযুদ্ধের স্বপক্ষ আরেকবার মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির যে মিউজিক্যাল চেয়ারের খেলা চলছে, তা থেকে মুক্তি পেতে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের জাল ছিন্ন করে শেখ হাসিনাকে আরেকবার ক্ষমতায় আনতে হবে। বাজার সিন্ডিকেট ও দলবাজির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি মঙ্গলবার বিকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজিহাটাস্থ হাসানুল হক ইনু প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ ও অভিভাবক সমাবেশে যোগদানের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা মমতাজ’র সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাহফুজ আল হাসান'র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমীন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক ও কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাধারন সম্পাদক আরিফুজ্জামান লিপটন, উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এসএম আনছার আলী, জাসদ নেতা আইযুব আলী প্রমূখ।
0 Comments