Random Posts

ভেড়ামারায় ভলিবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজ মাঠে নাভানা স্পোর্টস আয়োজিত সেলিম স্মৃতি ভলিবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মোট ৯টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহন করে। ফাইনাল খেলায় ভাঙাপুল ভলিবল টিম নবগঙ্গা ভলিবল টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শনিবার বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, পৌরসভার প্যানেল মেয়র নাইমুল হক, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, সাবেক ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক রোকুনুজ্জামান রুনু, আতাউর রহমান নায়েব, খসরুজ্জামান ফারুক, হাসান বিন মাহমুদ ঝন্টু, আলহাজ্ব আতিকুজ্জামান পিন্টু বিশ্বাস, আবু আকখান, আ: লতিফ, সরওয়ার পারভেজ শাহানুর, সাংবাদিক আনোয়ার পারভেজ শান্ত, এহসানুল হক সুমন, নাভানা স্পোর্টস'র কর্মকর্তা শাকিল খাঁন, মহিনুর রহমান, প্রমূখ। ভেড়ামারা ফার্নিচারের স্বত্বাধিকারী সোহেল পারভেজ এই ভলিবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেছেন।

Post a Comment

0 Comments