Random Posts

ভেড়ামারায় ট্রেনে কাটা মৃত অজ্ঞাতনামা বৃদ্ধ’র ২ দিনেও পরিচয় মেলেনী

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামার পৌর শহরের দক্ষিণ রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নামা এক বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ভেড়ামারা থানা ও পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ কুষ্টিয়া মর্গে পাঠায়। ট্রেনে কাটা মৃত অজ্ঞাতনামা বৃদ্ধ’র ২ দিনেও পরিচয় মেলেনী।
পোড়াদহ রেলওয়ে থানার এসআই মতিউর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে খুলনা থেকে ঈশ্বরদী অভিমুখী রেলওয়ের মালগাড়িতে কাটা পড়ে উক্ত বৃদ্ধ নিহত হন। লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। শুক্রবার বিকেলে ময়নাতদন্ত শেষে আঞ্জুমানে মুহিদুল ইসলামের তত্ত্বাবধানে লাশ কুষ্টিয়া পৌর কবরস্থানে দাফন করা হয়। পোড়াদহ রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মামলা নম্বর ০৩। তারিখ ২৪/২/২০২৩।

Post a Comment

0 Comments