Random Posts

ভেড়ামারা পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ


চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভায় আধুনিক ড্রেন নির্মাণের লক্ষে ২দিন দক্ষিণ রেলগেট থেকে হিসনা নদী পর্যন্ত রাস্তার পাশে ড্রেনের উপর অবৈধভাবে নির্মিত দেয়াল, স্থাপনা ও ইমারত উচ্ছেদ করা হয়। এ লক্ষে অবৈধ দখলদারদের তাদের স্থাপনাসমূহ সরিয়ে নিতে পৌরসভার পক্ষ থেকে ইতোমধ্যে একাধিকবার নোটিস ও মাইর্কিং করা  হয়েছিল। 

নির্ধারিত সময় শেষ হওয়ায় অভিযান শুরু করে। এদিকে উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। তাঁরা জানান, যেসব স্থাপনা ভাঙা হয়েছে তা সবটাই সরকারি জমিতে ছিল। দীর্ঘদিন ধরে সড়কের পাশের ড্রেনটি বেহাল অবস্থায় ছিল এবং সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমতো। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক প্রসস্তকরণের উদ্যোগ নেয়ায় আমরা খুশি।

অভিযান চলাকালিন সময় পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল, প্যানেল মেয়র নাইমুল হক, কাউন্সিলর সোলাইমান হোসেনসহ কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল বলেন, অবৈধ দখলদারদেও পরপর তিনবার নোটিশ দেওয়া হয়েছে এবং মাইকিং করা হয়েছে। তারা নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে না নেওয়ায় এই অভিযান চালানো হয়।
 

Post a Comment

0 Comments