চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ যশোরের ঝিকরগাছা থানার পুলিশ ২২ বোতল বিদেশি মদসহ ১ ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের আব্দুর রহমান (৪২)। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে রবিবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে দারোগা আব্দুর রহমান ও মেসবাহুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মোড়ে কবির হোটেলের সামনে ওঁৎ পেতে থাকেন।
এ সময় ঢাকাগামী বাস কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা আব্দুর রহমান কে পুলিশের সন্দেহ হলে তাঁর ব্যাগ তল্লাশি চালায় এবং ব্যাগ থেকে ২২ বোতল বিদেশি মদ উদ্ধার হয়। উদ্ধারকৃত মদসহ তাকে আটক করা হয়।
আটক আব্দুর রহমান কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের সুরুজ মালিথার ছেলে।
সোমবার দুপুরে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁকে কোর্টে সোপর্দ করা হয়েছে।
0 Comments