চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন ভেড়ামারা থানার সামনের বিভা ফার্মেসীর স্বত্বাধিকারী ও বিশিষ্ট সাংবাদিক মাহবুব আফাজ। সন্ত্রাসী লিটনসহ ২/৩ জনের দল নিয়ে তাঁর উপর হামলা চালায়। ভেড়ামারা থানায় সোমবার রাতে লিখিত অভিযোগ দায়ের করেছে। সাংবাদিক মাহবুব আফাজের উপর সন্ত্রাসী হামলার সংবাদ দ্রুত সাংবাদিক মহলে ছড়িয়ে পড়লে, তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ঘৃণার সৃষ্টি হয়। সাংবাদিকরা দাবি করেন, দ্রুত চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
ভেড়ামারা থানা সুত্রে জানা গেছে, প্রতিদিনকার মত সোমবার দুপুরে ভেড়ামারা থানার সামনের বিভা ফার্মেসিতে চেম্বার করছিলেন সাংবাদিক ডাক্তার মাহবুব আফাজ। ভেড়ামারা পৌরসভার ৫নং ওয়ার্ডের কাচারিপাড়া এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে লিটন (৩৫) সঙ্গীয় আরও ২/৩জনকে সাথে নিয়ে বিভা ফার্মেসীতে আসে এবং মাহবুব আফাজ’র কাছে ঘুমের ঔষধ চাই। ঘুমের ঔষধ সেবন বিষয়ে চিকিৎসকের প্রেসক্রিপশন চাই মাহবুব আফাজ। এতেই ক্ষিপ্ত হয়ে উঠেন লিটন এবং সঙ্গীরা। প্রেসক্রিপশন ছাড়াই তারা ঘুমের ঔষধ দাবি করতে থাকে। মাহবুব আফাজ প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ঔষধ দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা অকথ্য ও অশালীন ভাষায় গালিগালাজসহ তার উপর হামলা চালায়। এসময় কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে তাকে বেধড়ক মারপিট করে আহত করে। ভাংচুর ও মালামাল তছনচ ও লুট করা হয় বিভা ফার্মেসীর। পরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভসহ স্থানিয় লোকজন মাহবুব আফাজকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এব্যাপারে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
0 Comments