Random Posts

ভেড়ামারায় ট্রাক (কাভার্ড) ও সিএনজি’র মুখোমুখি  সংঘর্ষে নিহত-২ ॥ আহত-৪


চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারা-রায়টা সড়কের বাঁকাপুল নামক স্থানে বুধবার সকাল সাড়ে ৯টার সময়  ট্রাক (কাভার্ড) ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। মহিলাসহ ৪ জন আহত হয়েছে। ১ জনের অবস্থায় আশংকা জনক। ভেড়ামারা উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমীন এ তথ্য নিশ্চিত করেছে।
ভেড়ামারা উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমীন জানান. ভেড়ামারা-রায়টা সড়কের বাঁকাপুল নামক স্থানে ট্রাক (কাভার্ড) ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে খন্দকার রুহুল আমিন (৬০) ও মজনু খাঁন (৫৮) ঘটনাস্থলে নিহত হয়েছে। নিহত খন্দকার রুহুল আমিন জুনিয়াদহ এলাকার মৃত লাল বাবু’র ছেলে ও মজনু খাঁন একই এলাকার পচতু খাঁনের ছেলে। আহত হাবিবা খাতুন (৬৫)সহ ৪জন আহত হয়েছে। ১ জনের অবস্থায় আশংকা জনক।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ভেড়ামারা বাঁকাপুলে ট্রাক (কাভার্ড)  ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। মহিলাসহ ৪ জন আহত হয়েছে।  আহতদেরকে ভেড়ামারা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Post a Comment

0 Comments