চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারার স্থানীয় বাসষ্ট্যান্ডে সোমবার দুপুরে কুষ্টিয়া জেলা সিএনজি মালিক সমিতি এবং অটোরিকশা সমবায় সমিতির আয়োজনে ফোরলেন রাস্তা বাস্তবায়নসহ ৪ দফা দাবী আদায়ের লক্ষ্যে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দবী সমূহ হলো, ফোরলেন রাস্তা বাস্তবায়নসহ ১. অটো/ইজিবাইক গাড়ির নির্ধারিত স্থান চাই, ২. ফুটপথ দখল মুক্ত সড়ক চাই, ৩. অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে, ৪. পৌরসভা কর্তৃক নাগরিক সুবিধা চাই।
ভেড়ামারা সিএনজি সমিতির আহবায়ক ও পৌরসভার কাউন্সিলর সোলাইমানের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা পরিষদেরন চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল, অটো সমিতির সাধারণ সম্পাদক সুমন মেকার, সাবেক সভাপতি মুন্নু, মাহাবুল, উজ্জ্বল প্রমুখ।
বক্তারা বলেন, রাস্তা প্রশস্ত করণসহ ফোরলেন রাস্তা বাস্তবায়ন করতে হবে। আমাদের দাবী না মানলে আমরা কঠোর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করবো।
0 Comments