Random Posts

ভেড়ামারার আবুল খায়ের নয়ন ৫ মাস ধরে নিখোঁজ

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চন্ডিপুর এলাকার আমিনুর রহমানের ছেলে আবুল খায়ের নয়ন ৫ মাস ধরে নিখোঁজ। এ ব্যাপারে ভেড়ামারা থানায় জিডি নং-৮৬৫, তাং-১৯/০৬/২০২২ ইং।
আমিনুর রহমান বলেন, ৫ মাস  আগে আবুল খায়ের নয়ন (৪২) নিজ বাড়ি থেকে বাজারের উদ্দেশে বের হয়। তার পর থেকে সে আর বাড়ি ফিরে আসেনী। আবুল খায়ের নয়ন কি জীবিত না মৃত তা নিয়ে চরম দুরচিন্তার মধ্যে দিন যাপন করছি। আবুল খায়ের নয়ন তার  স্ত্রী, ১ছেলে ও ২ মেয়েকে রেখে গেছেন। আসহায় পরিবারের সদস্যরা চরম দুরচিন্তার মধ্যে দিন যাপন করছে। আবুল খায়ের নয়ন এর কৈউ খোঁজ পেলে এ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বলা হলো। মোবাইল নম্বর-০১৭৫৯-৮০২১৯০। 

Post a Comment

0 Comments