চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ৬নং জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের সকল কাজে ব্যাপক দুর্ণীতি ও অনিয়মের প্রতিকার চেয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন অত্র ইউনিয়ন পরিষদের ৯জন সদস্য (মেম্বর)।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দায়েরকৃত লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ভেড়ামারার জুনিয়াদহ ইউনিয়ন পরিষদে সভা অনুষ্ঠান ছাড়াই মনগড়া কমিটি গঠন করে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, বিধবা কার্ড বিতরণ, ১০টাকা কেজিদরের চাউলের কার্ড বিতরণ, এলজিএসপি, টি-আর, কাবিখা প্রকল্প, থোক বরাদ্দ সার-বীজ, ভিজিডি চাউল বিতরণসহ টিসিবি পণ্য ৪০দিনের সৃজনশীল (মাটি কাটা) প্রকল্পে ব্যাপক অনিয়ম হয়েছে। জুনিয়াদহ ইউপি চেয়ারম্যানের পিএস মাহফুজুর রহমানের মাধ্যমে উল্লিখিত নানা অনিয়ম ও দুর্ণীতি সংঘটিত হচ্ছে। এ কারনে দায়েরকৃত অভিযোগপত্রে ইউপি সদস্য (মেম্বর) গন পিএস মাহফুজুর রহমানকে অনতিবিলম্বে জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের সার্বিক কর্মকান্ড থেকে অপসারণসহ উত্থাপিত অভিযোগ সমূহের তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়েছে। লিখিত এই অভিযোগ পত্রে জুনিয়াদহ ইউপির ১নং ওয়ার্ড সদস্য জাম্মদ কবিরাজ, ২নং ওয়ার্ড সদস্য বাবুল মন্ডল, ৩নং ওয়ার্ড সদস্য মোঃ সোহেল, ৪নং ওয়ার্ড সদস্য শাহাজুল ইসলাম, ৫নং ওয়ার্ড সদস্য আব্দুল হালিম, ৭নং ওয়ার্ড সদস্য মতিয়ার রহমান, সংরক্ষিত ১,২ও ৩নং ওয়ার্ড সদস্য মোছাঃ সামছুন্নাহার, সংরক্ষিত ৪,৫ও ৬নং ওয়ার্ড সদস্য মোছাঃ পারভিনা আক্তার ও সংরক্ষিত ৭,৮ও ৯নং ওয়ার্ড সদস্য মোছাঃ জেসমিন আরা খাতুন স্বাক্ষর করেছেন।
0 Comments