Random Posts

ভেড়ামারা উপজেলায় ৬৯ জন ডেঙ্গুতে আক্রান্ত ॥ মৃত্যু-১

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সম্প্রতি ৬৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম এলাকার রাজা সরদারের ছেলে রাব্বী সরদার (২১) নামের একজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীর অবস্থায় মারা যান। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের বর্তমানে ১ জন চিকিৎসাধীর রয়েছে। আক্রান্তদের মধ্যে সবাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের শ্রমিক।
জানা গেছে, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের সম্প্রতি ৬৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সবাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের শ্রমিক। কুষ্টিয়া জেলার মধ্যে সবচেয়ে বেশি ভেড়ামারা উপজেলা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। হঠাৎ ডেঙ্গু রোগী বেড়েছে। ভর্তি রোগীদের বেশির ভাগই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকের কাজ করেন। তাঁদের প্রয়োজনীয় সব সেবা দেওয়া হচ্ছে। এর মধ্যে ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম এলাকার রাজা সরদারের ছেলে রাব্বী সরদার (২১) নামের একজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীর অবস্থায় মারা যান।
আব্দুল হামিদ নামের ভেড়ামারা উপজেলার বাহিরচর এলাকার এক রোগী তিন দিন ধরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তের বিষয়ে জানতে চাইলে হামিদ বলেন, তিনি রূপপুর প্রকল্পে শ্রমিকের কাজ করেন। এক সপ্তাহ আগে তাঁর জ্বর হয়। দুই দিন পর পরীক্ষা করালে তাঁর ডেঙ্গু ধরা পড়ে। প্রথমে তাঁকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তিন দিন আগে তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বিদ্যুৎ প্রকল্পের ভেতরে পানি জমে থাকে। সেখানে প্রচুর মশা। কাজে গেলে মশার কামড় খেতেই হয়।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আমিন বলেন, আক্রান্তরা সবাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক। ভেড়ামারা উপজেলায় এ পর্ষন্ত ৬৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ১ জন চিকিৎসাধীর রয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকা থেকে এডিস মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। সেখানে এডিসের লার্ভা নিধনে ও ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে।
কুষ্টিয়া জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল আলিমের দেওয়া তথ্য মতে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভেড়ামারার চাঁদগ্রাম এরাকার রাব্বী সরদার (২১) নামের একজন মারা যান। তিনি পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকের কাজ করতেন

Post a Comment

0 Comments