Random Posts

আজ রনজিৎ কুমার সিংহ রায়’র ২৪তম প্রয়াণ দিবস

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ আজ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের অন্যতম নেতা, হিন্দু-বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মের অন্যতম নেতা এবং এতদ্বাঞ্চলের গণমানুষের প্রাণপ্রিয় নেতা সাংবাদিক বাবু শ্রী রনজিৎ কুমার সিংহ রায়’র ২৪-তম প্রয়াণ দিবসে তাঁর বিদেহী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা।
(১৯৯৮ সালের ২০শে অক্টোবর ভোররাতে একদল চরমপন্থী সশস্ত্র দূস্কৃতিকারীদের গুলিতে ঘুমন্ত অবস্থায় নিহত হন সমসাময়িক সময়ের আলোচিত ও জননন্দিত জাসদনেতা বাবু শ্রী রনজিৎ কুমার সিংহ রায়। নৃশংস ও বর্বরোচিত এই হত্যাকান্ডের ২৪বছর পূর্তির বেদনাদায়ক ও শোকাবহ এইদিনে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

Post a Comment

0 Comments