ডাঃ ফয়সাল আহম্মেদ ॥
পৃথিবীতে আমার কাছে আমার বাবা সবচেয়ে শ্রদ্ধেয় এবং অনুকরনীয় ব্যক্তিত্ব ছিলেন। আমার বাবার নাম ( আলহাজ্ব ডাঃ এ কে এম কাওছার হোসেন)। তিনি শিক্ষিত বিনয়ী ও রুচিশীল মানুষ ছিলেন। তিনি নিয়মিত নামাজ পড়তেন। আমার বাবা পেশায় একজন ডাক্তার এবং সাংবাদিকতা ও পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি সর্বদা কামনা করতেন যেন আমি সৎ, নিষ্ঠাবান, ও কঠোর পরিশ্রমী, ধৈর্যশীল বিনীয় হিসেবে যেন গড়ে উঠি। আমার স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য সকল বিষয়ের প্রতি তিনি সর্বদা যত্নশীল ছিলেন। তিনি আমার চাহিদায় কোনো রকম অপূর্ণতা রাখেননি। আমিও তার আশা আকাঙ্খার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলাম। তিনি আমাকে অতীব যত্ন ও মমতা দিয়ে লালন পালন করছেন। তিনি আমার সেরা শিক্ষক, বন্ধু ও পথ নির্দেশক। আমার বাবার জন্য আমি সত্যি ভাগ্যবান ও গর্বিত।
0 Comments