চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারার বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের অন্যতম নেতা খিজিরুল ইসলাম খিজির সোমবার দুপুর ১২টার সময় নিজবাড়িতে হার্ট অ্যাটার্ক করে ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ৫৮ বছর। স্ত্রী, ছেলে ও মেয়েসহ অসংখ্যক আন্তীয় স্বজন রেখে গেছেন। আজ সোমবার রাত সাড়ে ৯টার সময় ভেড়ামারা সবুজকলি মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হিড়িমদিয়া গোরস্থানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাঁকে সেখানেই দাফন করা হবে। জাসদ নেতা খিজির'র আকষ্মিক মৃত্যুতে কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক ও কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল ও সাধারন সম্পাদক আরিফুজ্জামান লিপটনসহ বিভিন্ন নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
0 Comments