Random Posts

ভেড়ামারায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাব্বি সর্দার (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১০টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাব্বি সর্দার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম এলাকার রাজা সর্দ্দারের ছেলে।
রাব্বির চাচা স্থানীয় ইউপি সদস্য বাবু সর্দার জানান, বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন রাব্বি। বুধবার তার শারিরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা জানান রাব্বি ডেঙ্গু জ্বরে আক্রান্ত। তারপর থেকে সে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাব্বি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন বলেন, রাব্বী নামে এক রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নয়জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

Post a Comment

0 Comments