Random Posts

বিএনপি-জামাত চক্রের অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার মহাচক্রান্ত থেকে দেশকে বাঁচাতে হবে : হাসানুল হক ইনু

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ বিএনপি-জামাত চক্রের অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার মহাচক্রান্ত থেকে দেশেকে বাঁচাতে হবে বলে মন্তব্য করেছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
তিনি আরো বলেন, রাজাকার, জঙ্গী, জামাত ও তাঁর রাজনৈতিক মিত্র বিএনপি যে অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার মহাচক্রান্ত করছে তা মোকাবেলার পাশাপাশি নিত্য পণ্যের বাজার সিন্ডিকেট কেও ধ্বংস করতে হবে। শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবী জনগণ এক হও’ এই প্রতিপাদ্য নিয়ে সোমবার দিনব্যাপী কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের খুলনা বিভাগীয় প্রতিনিধি সভায় যোগদানের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
কুষ্টিয়া জেলা জাসদ সভাপতি গোলাম মহসীনের সভাপতিত্বে প্রতিনিধি সভায় অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, সহ-সভাপতি আফরোজা হক রীনা, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপনসহ জাসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা।

Post a Comment

0 Comments