চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়া সদর উপজেলায় সৌদি আরব প্রবাসীর স্ত্রী স্বপ্না রানী (ছদ্মনাম) এক ছেলে সন্তান জন্ম দিয়েছেন। জন্মেরপর সন্তানকে হাসপাতালে রেখে পালিয়ে গেছেন তিনি। জন্মদাতা মা শিশুটিকে হাসপাতালে রেখে পালিয়ে যাওয়াই শিশুটি সার্বিক পর্যবেক্ষণে রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ শিশুটির চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, শিশুটির শারিরীক অবস্থা ঠিক না হওয়া পর্যন্ত হাসপতালেই তাঁর সুচিকিৎসা ব্যবস্থা অবহ্যাত থাকবে। চিকিৎসা শেষ হলে শিশুটিকে যদি কোন সহৃদয়বান দম্পতি তাকে নিতে চাই তাইলে তাদের হাতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তুলে দেওয়া হবে। তাও যদি না হয় তবে জেলা প্রশাসকের মাধ্যমে জেলা শিশু কল্যাণ বোর্ডে নেওয়া হবে। নবজাতককে হাসপাতাল ছাড়পত্র দিলে তাকে খুলনায় শিশু হোমে পাঠানো হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত বুধবার সকালে স্বপ্না রানী নামের গর্ভবতী এক নারী হাসপাতালে লেবার ওয়ার্ডে ভর্তি হয়। এরপর সে সকালেই একটি ছেলে সস্তানের জন্ম দেন। সন্তান প্রসবের কিছুক্ষণ পরেই সে বাচ্চা রেখে পালিয়ে যায়।
0 Comments