চেতনায় কুস্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়া মিরপুরের নওদা শামুকিয়া গ্রামে থেকে ৫০০ (পাঁচশত) পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ রুবেল কবিরাজ (২৫) কে রোববার রাতে গ্রেফতার করেছে। সে মিরপুরের নওদা শামুকিয়া গ্রামেস মকফর কবিরাজ ছেলে। মিরপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ।
কুষ্টিয়া র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ শত পিস ইয়াবা সহ রুবেল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে হয়। পরবর্তীতে মিরপুর থানার হস্তান্তর করা হয়।
0 Comments