Random Posts

ভেড়ামারায় ইলেকট্রিক মিস্ত্রী উত্তম সরকার ক্যান্সারে আক্রান্ত ॥ সহযোগিতার আহবান

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারা শহরের রথপাড়া এলাকার মৃত ননী গোপাল সরকারের ছেলে ও পৌরসভার সামনে টেলিভিশনের ইলেকট্রিক মিস্ত্রী উত্তম সরকার ফুসফুসে ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে। তার পরিবার সকলের নিকট সহযোগিতার আহবান জানিয়েছেন।
ইলেকট্রিক মিস্ত্রী উত্তম সরকার ফুসফুসে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তাঁর চিকিৎসার জন্য ধার-দেনা ছাড়াও জায়গা-জমি, বাড়ির  প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে দিয়েছেন তাঁর পরিবার। এখন মাথা গোঁজার ঠাঁই হিসেবে বাড়ি টুকুই অবশিষ্ট আছে।
উত্তম সরকারের ভাই নিভাস সরকার জানান, ভাইকে বাঁচাতে হলে প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকা প্রয়োজন। বিত্তবানরা সহায়তা করবেন এমন আকুতি তাঁর। সরকার, সামাজিক সংগঠন, হৃদয়বান ব্যক্তি, সমাজের বিত্তবান দের সহযোগিতায় সুস্থ হয়ে উঠবেন এমনই স্বপ্ন নিয়ে আবারো নিজের হাতে কাজ শুরু করতে পারে উত্তম সরকার। যোগাযোগ ও আর্থিক সাহায্যের জন্য বিকাশ/নগদএকাউন্ট নাম্বার হলো-০১৭১৯-৫৭২৪৯৪।
 

Post a Comment

0 Comments