চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টে দায়েরকৃত মামলায় আটক সাংবাদিক ওমর ফারুক'র নিঃশর্ত মুক্তি ও ষড়যন্ত্রমূলক ভাবে দায়েরকৃত ঐ মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার রাতে কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবের হলরুমে সর্বস্তরের সাংবাদিকদের উপস্থিতিতে এক বিশাল প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ অত্যন্ত কঠোর ভাষায় ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক ওমর ফারুককে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাঁর মুক্তি দাবি জানানোর পাশাপাশি উদ্দেশ্যমূলক ঐ মামলা প্রত্যাহারে আল্টিমেটাম জানিয়েছেন। আগামী বৃহস্পতিবারের মধ্যে সাংবাদিক ওমর ফারুক মুক্তি না পেলে রোববার সকাল ১১টার সময় ভেড়ামারা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন'র সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক দীপু খাঁন, ডাঃ আমিরুল ইসলাম মান্নান, ইসমাইল হোসেন বাবু, মোহাম্মদ শাহ্ জামাল, ওলি মাষ্টার, আজিজুল হাকিম, বাবলু মোস্তাফিজ, মনোয়ার হোসেন মারুফ, জীবন রহমান মোহন, জাহাঙ্গীর আলম খান, মাহমুদ ফিরোজ, হেলাল মজুমদার, জান্নাতুল ফেরদৌস, জাকির হোসেন বুলবুল, জাহাঙ্গীর আলম মিঠু মৃর্ধা, মাহাবুব আফাজ,সাইফুল ইসলাম, মাসুদ রানা লেবু, কাজী মিজানুর রহমান মামুন প্রমূখ।
0 Comments