Random Posts

ভেড়ামারায় দুষ্কৃতিকারীর ধারালো অস্ত্রের আঘাতে আহত কুদ্দুসের মৃত্যু

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় দুস্কৃতিকারীরা  ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর
আহত কুদ্দুস মল্লিক মারা গেছে। কুদ্দুস মল্লিক (৬৫) ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ ৬৮ পাড়া গ্রামের মৃত খোঁজবার আলী মল্লিকের পুত্র।
এলাকাবাসী ও ভেড়ামারা থানা সুত্রে জানা গেছে, ঈদের আগের দিন কুদ্দুস মল্লিক নিজ জমির ঘাস কাটতে ভাতিজা কে নিষেধ করায় সংঘবদ্ধ  দুস্কৃতিকারীরা ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে  মারাত্মক জখম  করে। এলাকাবাসী আহত কুদ্দুস মল্লিক কে উদ্ধার করে ভেড়ামারা হাসপাতালে ভর্তি করলে তার অবস্থা আশংকা জনক হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়ে। কুদ্দুস মল্লিক চিকিৎসাধীন অবস্থায়  মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, থানায় একটি মামলা দয়ের হয়েছে। আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। 

Post a Comment

0 Comments