Random Posts

ভেড়ামারা সরকারি কলেজের মেধাবী ছাত্র জিহাদ ব্ল্যাড ক্যান্সারে আক্রান্ত ॥ সহযোগিতার আহবান

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজের মেধাবী ছাত্র জিহাদ ব্ল্যাড ক্যান্সার রোগে আক্রান্ত । তার পরিবার সকলের নিকট সহযোগিতার আহবান জানিয়েছেন।
ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মওলাহাসপুর এলাকার দিনমজুর মামুন মন্ডলের ছেলে ও ভেড়ামারা সরকারি কলেজের মেধাবী ছাত্র জিহাদ ব্ল্যাড ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তাঁর চিকিৎসার জন্য ধার-দেনা ছাড়াও জায়গা-জমি, বাড়ির  প্রয়োজনীয় জিনিসপত্র ও গোয়ালের গরু বিক্রি করে দিয়েছেন তাঁর বাবা। এখন মাথা গোঁজার ঠাঁই হিসেবে বাড়ি টুকুই অবশিষ্ট আছে তাঁদের।
জিহাদ’র বাবা মামুন মন্ডল জানান, ছেলেকে বাঁচাতে প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা প্রয়োজন। বিত্তবানরা সহায়তা করবেন এমন আকুতি তাঁর। সরকার, সামাজিক সংগঠন, হৃদয়বান ব্যক্তি, সমাজের বিত্তবান সহযোগিতায় সুস্থ হয়ে উঠবেন এমনই স্বপ্ন নিয়ে আবারো নিজের হাতে কলম তুলে নিয়ে পড়াশনা করতে পারে জিহাদ। আর্থিক সাহায্যের জন্য বিকাশএকাউন্ট নাম্বার হলো ০১৭২৫-৮০০৭০১ অথবা যোগাযোগের নাম্বার ০১৭০৮-৭৮৫৯৫০। 

Post a Comment

0 Comments