চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর সামনে বৃহস্পতিবার দুপুরে জোরপূর্বক শুবর্ণা নামে এক কলেজ ছাত্রীকে উঠিয়ে নিতে গিয়ে তিন যুবক জনতার হাতে আটক। এসময় এই কাজে ব্যবহার করা একটি প্রাইভেট কার সহ সেই তিন যুবককে আশে পাশে দোকানদারেরা গণধোলাইয় দিয়ে পুলিশের হাতে সোর্পন করেন। তারা হলেন, শরিফুল ইসলাম, পিতাঃ আমিরুল ইসলাম, সবুজ বিশ্বাস, পিতাঃ শফিকুল ইসলাম, রাজন শিকদার, পিতাঃ মাজিদুর শিকদার। তাদের সবার বাড়ি কুষ্টিয়া শহরেই বলে জানা যায়। তারা সবাই গাড়ির ড্রাইভার বলে প্রথমিক ভাবে জানা গিয়েছে। এর মধ্যে সবুজ বিশ্বাস শুবর্নাকে তার স্ত্রী বলে দাবি করছে।
এই বিষয়ে কুষ্টিয়া সদর থানা পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে বলে জানান।
0 Comments