চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়া জেলা আইনজীবি সমিতির সাবেক অন্যতম সিনিয়র সদস্য ও ভেড়ামারা উপজেলা বারের সাবেক সভাপতি এডভোকেট ওহিদুল হকের রোববার ১৪তম মৃত্যু বার্ষিকী। ভেড়ামারা পৌরসভার কলেজ পাড়া এলাকায় মরহুমের নিজ বাসভবনে দুঃস্থ্যদের মাঝে খাবার বিতরণ,ফারাকপুর গোরস্থানের কবর জিয়ারতসহ বিভিন্ন মসজিদে বিেিশষ দোয়া অনুষ্ঠিত হবে।
মরহুমের সহধর্মিণী সহিদা খাতুন ও পুত্র দ্বয় ভেড়ামারা প্রেসক্লাবের সহ-প্রচার সম্পাদক আলহাজ্ব এহসানুল হক সুমন, বিমান বাহিনীর উইং কমান্ডার মোমিনুল হক সকলের কাছে তার পিতার পরকালীন মুক্তি কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন। মরহুম এ্যাডভোকেট ওহিদুল হক তার নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন।
0 Comments