Random Posts

শহীদ মুক্তিযোদ্ধা সম্মাননা ও অধ্যাপক কামরুল ইসলাম কে সংবর্ধনা

আলমগীর ঢাকাদেশবরেণ্য কন্ঠশিল্পীদের বিশেষ সম্মাননাকৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান - ২০২২। প্রধান অতিথি হিসেবে  আসন  অলংকৃত করেছেনঃ চর বাসির  গর্ব  লাখো অসহায়ের সহায়ক কুষ্টিয়া - (দৌলতপুর) আসনের মাননীয় সাংসদ, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের  বিপ্লবী সভাপতি    জনাব আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্

বিষেশ অতিথির আসন অলংকৃত করেছেনঃ বাংলাদেশের শিক্ষাঙ্গনে   অনন্য কৃতিত্ব অর্জনকারী অধ্যাপক কামরুল ইসলাম স্যার (চেয়ারম্যান, দিনাজপুর শিক্ষা বোর্ড) 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : ফিলিপনগর তথা দৌলতপুরের নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভরসার শেষ  আশ্রয়স্থলযুব ছাত্রসমাজের  আইডল বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী দানবীর  জনাব মোঃ  আব্দুর রাজ্জাক  (চেয়ারম্যান আরমা গ্রুপ) 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি আছেন শরিফ উদ্দিন রিমন (সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামী দৌলতপুর উপজেলা শাখা )

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি আছেন হাসানুল আসকার হাসু (সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কুষ্টিয়া জেলা শাখা)

আরও উপস্থিত ছিলেন  ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধার পরিবার পরিজন

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করলেন গরিবের  ডাক্তার  হিসেবে খ্যাত মোঃ রাশেদুল হাসান রিপন  ভাই( এফ.সি.পি.এস (মেডিসিন- শেষ পর্ব), স্পেশাল ট্রেইনিং ইন -কার্ডিওলজি নিউরোলজি, পিজি হাসপাতাল,ঢাকা )  

অনুষ্ঠান সঞ্চালন  করলেন চর অঞ্চলের আরও একটি নক্ষত্র ডাক্তার আরিফ রেজা( নিউরো স্পাইন সার্জন, সহকারী অধ্যাপক, ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্সেস এন্ড হসপিটাল) 

সৌজন্যেঃ VOICE OF PHILIPNAGAR (একটি অনলাইন ভিত্তিক সামাজিক সেবামূলক সংগঠন 

আশা করি এই সম্মাননা সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের উদ্যোগকে দেশের সাধারণ জনগন  সানন্দে গ্রহন করেছেন

 

Post a Comment

0 Comments