Header Ads

খুলনা সিটি মেয়র আবদুল খালেক আইসিইউতে

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক আইসিইউতে আছেন। শনিবার বেলা ১১টায় শরীরে প্রচণ্ড জ্বর ও কাঁপুনি নিয়ে শহীদ শেখ আবুনাসের হাসপাতালে ভর্তি হয়। প্রথমে তাকে ভিআইপি ক্যাবিনে ভর্তি করে রাখা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করেন। বর্তমানে ১০ নম্বর সিটে ভর্তি আছেন। এ বিষয়ে শহীদ শেখ আবুনাসের হাসপাতালের আরএমও ডা. প্রকাশ দেবনাথ বলেন, মেয়র সাহেবের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। জ্বর ও কাঁপুনি কমেছে।
পাশাপাশি আগের চেয়ে তার শরীরে পুরাতন কিছু রোগ ছিল, যেমন ডায়বেটিস, হার্টের সমস্যাহাইপেশার প্রোস্ট্রেট সমস্যা, কিডনি সমস্যাসহ প্রস্রাবে ইনফেকশনসহ বিভিন্ন রোগ রয়েছে। তবে এই মুহূর্তে আমরা সকল চিকিৎসক বোর্ড মিটিংয়ে আছি। ঢাকা নেয়ার বিষয় এখন ও কোনো সিদ্ধান্ত হয়নি।

No comments

Powered by Blogger.