Random Posts

দৌলতপুরে জাসদ যুবজোট নেতা হত্যার প্রতিবাদে মরদেহ নিয়ে বিক্ষোভ

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জাসদ যুবজোটের সাধারণ সম্পাদক মাহবুব খান সালামকে কুপিয়ে ও রগ কেটে হত্যার প্রতিবাদে তাঁর মরদেহ নিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে দলটির কুষ্টিয়া জেলা সংসদ। বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের পরে তাৎক্ষণিকভাবে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সামনে ময়ূর চত্বরে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাসদের কুষ্টিয়া জেলা সংসদের সভাপতি গোলাম মহসিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় যুবজোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাসদের কেন্দ্রীয় কমিটির নেতা কারশেদ আলমসহ জেলা নেতৃবৃন্দ।
বক্তারা যুবজোটের নেতা সালাম হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। তা না হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Post a Comment

0 Comments