Random Posts

ভেড়ামারায় চক্ষু ক্লিনিক ও মাহমুদ ক্লিনিককে সীল গালা

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় চক্ষু ক্লিনিক ও মাহমুদ ক্লিনিক নিবন্ধনহীন ক্লিনিক হওয়ায় কতৃপক্ষ ২টি প্রতিষ্ঠান কে সীল গালা করে বন্ধ করে দিয়েছে। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূরুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, ভেড়ামারা উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনায় লাইসেন্স না থাকায় ভেড়ামারা শহরের কাচারী পাড়ায় চক্ষু ক্লিনিক ও  জুনিয়াদহ এলাকায় মাহমুদ ক্লিনিক কে সীল গালা করে বন্ধ করে দেওয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূরুল আমিন বলেন, অবৈধ প্রতিষ্ঠানগুলোতে অভিযান আরো চালানো হবে। দ্রুত সময়ের মধ্যে এগুলো বন্ধ করে দেয়া হবে। চক্ষু ক্লিনিক ও মাহমুদ ক্লিনিক নিবন্ধনহীন ক্লিনিক হওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে।
 

Post a Comment

0 Comments