Random Posts

কুষ্টিয়ায় নানা বাড়ি এসে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার গড়াই নদীতে গোসলে নেমে মাসুদ রানা (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্য হয়েছে। মঙ্গলবার বিকালে সদর উপজেলার হরিপুরে এ ঘটনা ঘটে। মাসুদ কবুরহাট এলাকার সৌদি প্রবাসী মুতালেব হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, কবুরহাট থেকে নানা বাড়ি হরিপুরে বেড়াতে আসে মাসুদ। গড়াই নদীতে গোসলের কথা বলে বাড়ি থেকে বের হয়। নদীতে গোসল করতে নেমে গভীরে তলিয়ে যায়। পরে স্থানীয়রা কুষ্টিয়া ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে খুলনা থেকে ডুবুরে দল এসে দুই ঘণ্টার চেষ্টায় নদী থেকে শিশু মাসুদ রানার মরদেহ উদ্ধার করে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম বলেন, গড়াই নদীতে গোসল করতে নেমে এক শিশু নিখোঁজ হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে শিশুটিকে উদ্দারে কাজ শুরু হয়। তবে কুষ্টিয়ায় ডবুরি দল না থাকায় খুলনা থেকে ডুবুরি দল এসে শিশুরটির লাশ উদ্ধার করে।

Post a Comment

0 Comments