চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারার বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলম প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম আলী'র ক্যান্সার আক্রান্ত ভাই জিহাদ'র চিকিৎসা সহায়তা প্রদান করলেন বিশিষ্ট ব্যবসায়ী এবং ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব জাকির হোসেন বুলবুল। রোববার রাতে ভেড়ামারা উত্তর রেলগেট সংলগ্ন আলহাজ্ব জাকির হোসেন বুলবুল'র নিজ ব্যবসায়ীক প্রতিষ্ঠানে এই আর্থিক চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। উল্লেখ্য, ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মওলাহাবাস পুর গ্রামের মামুন মন্ডলের ছেলে জিহাদ দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে। আর্থিক অস্বচ্ছলতার কারনে জিহাদের সুচিকিৎসা সম্ভব হচ্ছে না। বিষয়টি অবগত হয়ে মানবিক সমাজকর্মী ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জাকির হোসেন বুলবুল জিহাদকে আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করেন। এসময় উপস্থিত সবাইকে তিনি দুরারোগ্য ক্যান্সার আক্রান্ত জিহাদের সুচিকিৎসার জন্য বিত্তবান সকলকে
এগিয়ে আসার অনুরোধ জানান।
0 Comments