Random Posts

পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়া লাহিনী বটতলা খালের পানিতে ডুবে আসাদুর জামান নুর (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বটতলা খালের সুইচ গেট নামকস্থানে এ ঘটনা ঘটে। নিহত নুর লাহিনী বটতলা এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। সে খুলনা ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, কলেজ ছুটি থাকায় নুরকে নিয়ে খালে গোসল করতে যান  তার সেজো ভাই আব্দুল্লাহ। গোসলের এক পর্যায়ে ক্যানালের সুইচ গেটের উপর দাড়িয়ে পানিতে ঝাঁপ দেন দুই ভাই। এ সময় খালে অত্যাধিক স্রোত থাকায় ডুবে যান নুর ও আব্দুল্লাহ। পরে স্থানীয়রা এসে আব্দুল্লাহকে উদ্ধার করতে পারলেও নূর মারা যান।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জাানান, নিহতের লাশ উদ্ধার করেছে।

Post a Comment

0 Comments