Random Posts

ভেড়ামারা সরকারি কলেজে রহিমা-আফছার গ্রন্থাগার উদ্বোধন করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলম

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সংস্থাপন মন্ত্রণালয়ের  সাবেক সচিব ও যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব রশিদুল আলম গতকাল  কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজ পরিদর্শন, শিক্ষকদের সাথে মতবিনিময় ও রহিমা-আফছার গ্রন্থাগার উদ্বোধন করেন।  উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ খলিল উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা  উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার, উপজেলা সহকারী কমিশনার ভূমি রেকসোনা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান, তদন্ত ওসি নান্নু খান, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মকলেছুর রহমান, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল জুয়েল, সাধারন সম্পাদক আরিফুজ্জামান লিপটন, সহকারী অধ্যাপক আঃ সামাদ, প্রভাষক শফিকুল ইসলাম শফি, আলী হোসেনসহ শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।  বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য,সাবেক সংস্থাপন মন্ত্রণালয়ের  সাবেক সচিব ও যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা রশিদুল আলমকে সরকারি কলেজের পক্ষ থেকে গার্ড অফ অরার ও  ফুলেল শুভেচ্ছা জানান।

Post a Comment

0 Comments