চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারা ক্রিকেট একাডেমির আয়োজনে ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার ভেড়ামারা কাপ ক্রিকেট টুর্নামেন্ট’২২-এর শুভ উদ্বোধন করেন।
ক্রীড়াবিদ শাহীন হাসান টোকনের সভাপতিত্বে ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা পৌরসভার প্যানেল মেয়র নাইমুল হক, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, কাউন্সিলর সোলায়মান হোসেন, ভেড়ামারা ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক সেলিমুর রহমান নাসু, সাংবাদিক সাইফুল ইসলাম, মাসুদ রানা লেবুসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে কুষ্টিয়ার কুমারখালী ক্রিকেট কেয়ার একাডেমি ও রাজশাহীর আল-রশিদ ক্রিকেট একাডেমি পরস্পরের মোকাবেলা করে। মোট ৮টি দল অংশগ্রহন করেন।
0 Comments