Random Posts

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ ভারতের থানায়

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের লাশ ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানায় আছে। লিটন হোসেন (৩৬) নামের ওই যুবকের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী বিলগাথুয়া গ্রামে।
রোববার এই তথ্য জানিয়েছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান। তিনি বলেন, শনিবার রাত ১০টা ৫ মিনিটে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার ওসি হোয়াটসঅ্যাপে তাঁকে কয়েকটি ছবি পাঠিয়ে ফোন করেন। হোগলবাড়িয়া থানার ওসি জানিয়েছেন, রাতে সীমান্তে বিএসএফের সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। দেখে মনে হয়েছে, ওই যুবক বাংলাদেশি হতে পারেন। লাশ তাঁদের থানায় রাখা আছে। খোঁজ নিয়ে তথ্য জানাতে অনুরোধ করেন।
ওসি এস এম জাবীদ হাসান বলেন, দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী সব এলাকার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্য ও বিট পুলিশ কর্মকর্তাদের কাছে ছবি পাঠানো হয়। ছবি দেখে বিলগাথুয়া মাঠপাড়া এলাকার আকবর বিশ্বাস তাঁর ছেলের লাশ শনাক্ত করেন। পরে তাঁর জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। নিহত লিটন হোসেন ভারত থেকে অবৈধভাবে বিভিন্ন মালামাল নিয়ে আসতেন বলে এলাকার কয়েকজন তাঁকে জানিয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে থানায় এ ব্যাপারে কোনো অভিযোগ নেই।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়ার মিরপুরে ৪৭ ব্যাটালিয়নের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনানুষ্ঠানিকভাবে তাঁরা জেনেছেন, কয়েক বাংলাদেশি ভারতের সীমানায় গিয়েছিলেন। সেখানে গোলাগুলিতে আহত একজন হাসপাতালে মারা গেছেন। আজ সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত নেওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Post a Comment

0 Comments