চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা সিনিয়ার মৎস্য অফিসের উদ্যোগে মঙ্গলবার দুপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবিন্ধিত সুফণ ভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ বিতরণ করেন। ১০ জন জেলেকে ২০টি ছাগল, ১০ টি খোয়ার ও ৪০০ কেজি খাদ্য সামগ্রী বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন। উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার, ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল, প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, মৎস্য কর্মকর্ত আবুল কালাম আজাদ, প্রাণী সম্পদ কর্মকর্তা শফিকুল ইসলাম শামীম প্রমুখ।
0 Comments