চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিরপুরে আরশেদ আলী (৫২) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার মিরপুর-দৌলতপুর সড়কের ডাকাতির পুকুর নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়। মিরপুর থানার ভারপ্রাপ্ত বর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আরশেদ আলী উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম মসজিদপাড়া মৃত নুজাম আলীর ছেলে।
মিরপুর থানা পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) মুরাদুল ইসলাম বলেন, রবিবার ভোরে আরশেদ আলী বাড়ি থেকে কাজের উদ্দেশ্য বের হয়। পরে সড়কের পাশে পুকুর পাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খরব দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিনি কাজে যাওয়ার পথে অসুস্থ্য বোধ করলে মাথায় পানি দিয়ে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পুকুর পাড়েই তার মৃত্যু হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
0 Comments