চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়া মিরপুর উপজেলায় আগুনে পুড়ে মারা গেছে ৫টি গরু। বুধবার রাতে উপজেলায় বহলবাড়িয়া ইউনিয়ন নওদা খাঁরালা পশ্চিম পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানাযায়, উপজেলায় বহলবাড়িয়া ইউনিয়ন নওদা খাঁরালা পশ্চিম পাড়া গ্রামে ইসলাম মালিথা ছেলে আব্দুল আলিম, আব্দুল হালিম,আব্দুল হাকিম তারা প্রতিদিনের মত মশার উপদ্রব থেকে গরুকে বাঁচাতে বাড়িতে শুকনো কাঠের টুকরো ও খড়কুটো ধোঁয়া দেওয়া হয়। সেখানে থেকে আগুনের সুত্রপাত ঘটে। বাড়িতে আগুন জ্বলতে দেখে স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করে না পারায় ভেড়ামারা ফায়ার সার্ভিসের কমীরা এসে আগুন নেভান। এ ঘটনায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আব্দুল আলিম বলেন, অগ্নিকাণ্ডে ৫ টি গরুপুড়ে গেছে, এর মধ্যে ২টি ষাঁড়, ২টি গাভি,১ টি বকনা বাছুর ছিলো।
0 Comments