Random Posts

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ক্রীড়াবিদসহ দুজন নিহত


চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়া শহরতলির কুমারগাড়া এলাকায় বাইসাইকেলের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে বিশিষ্ট ক্রীড়াবিদ ও কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাঁদের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার খাজানগর মাদ্রাসাপাড়া এলাকার শরিফুল ইসলামের ছেলে মোটরসাইকেল চালক বিশিষ্ট ক্রীড়াবিদ আকিব হোসেন (২২)। তিনি কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে পড়তেন। অপরজন হলেন হরলা মেটন গ্রামের মৃত শফিউদ্দিনের ছেলে মোহাম্মদ সবুজ হোসেন (৩৪)। সবুজ হোসেন স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানা-পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আকিব হোসেন মোটরসাইকেল চালিয়ে কুষ্টিয়া শহর থেকে খাজানগর মাদ্রাসাপাড়ায় নিজের বাড়িতে যাচ্ছিলেন। একই সময়ে প্রতিষ্ঠানে কাজ শেষে সবুজ তাঁর বাইসাইকেল নিয়ে হড়রা মেটন গ্রামে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে কুমারগাড়া এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হন।

চৌড়হাস হাইওয়ে পুলিশের পরিদর্শক ইদ্রিস আলী বলেন, স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেন। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে দুজনই মারা যান। রাতে লাশ একই হাসপাতালের মর্গে রাখা হয়।

Post a Comment

0 Comments