চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারা জিকে ক্যানালে এইচএসসি পরীক্ষার্থী আবিদ হোসেন পানিতে ডুবে মুত্যু হয়েছে। আবিদের মৃত্যুতে এলাকায় শোকের মাতম। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, ভেড়ামারা মধ্যবাজার সরকারি বালিকা বিদ্যালয়ের পূর্ব পাশের বাসিন্দা ও দৌলতপুর যুব উন্নয়নে কর্মরত ওহিদুল ইসলাম’র ছেলে এইচএসসি পরীক্ষার্থী আবিদ হোসেন আজ মঙ্গলবার বেলা ১১ টা ৩০ মিনিটে চাঁদগ্রাম ইউপি কার্যালয়ের সামনের জিকে ক্যানেলের পানিতে বন্ধুদের সাথে গোসল যায়। গোসল করার জন্য জিকে ক্যানালে লাফ দিলে সাঁতার না জানায় আর কিনারে ফিরে আসতে পারে নাই। সাথে থাকা বন্ধুদের আন্তঃচিৎকারে স্থানীয় লোকজন তাৎক্ষনিক খোজাখুজি শুরু করলে কোন সন্ধান পাই না। সংবাদ পেয়ে ফায়ার ব্রিগেড কর্মীরা আবিদ’র লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
0 Comments