Random Posts

স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের প্রতিবাদ মানববন্ধন

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের প্রতিবাদসহ বিচারে দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তার শিক্ষক-অভিভাবকসহ এলাকাবাসী। জেলার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে বুধবার তারা এই কর্মসূচি পালন করেন।
তাদের অভিযোগ, গত ১৭ মার্চ বিকেলে বিদ্যালয়ের এক ছাত্রী স্থানীয় বড়গাংদিয়া বাজারে কেনাকাটা করে বাড়ি ফেরার সময় এলাকার কয়েকজন তার মুখে ওড়না পেঁচিয়ে অপহরণ করে। তারা তাকে অটোরিকশায় করে কুষ্টিয়া শহররের দিকে চলে যায়। ছাত্রী চিৎকার করলে তার মাথায় আঘাত করা হয়। এতে সে জ্ঞান হরায়। অচেতন অবস্থায়ই তাকে দলবেঁধে ধর্ষণ করে কুষ্টিয়া শহরের নিশান মোড় এলাকায় ফেলে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করায়।
দৌলতপুর থানার ওসি এসএম জাবীদ হাসান বলেন, ছাত্রীর বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। আসামি ধরার স্বার্থে এখনই তাদের নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না।

Post a Comment

0 Comments