চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় ব্যাটারিচালিত ভ্যানের চার্জার লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বিলজানি গ্রামে সোমবার ভোররাতে দিকে এ ঘটনা ঘটে।
খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, নিহতের হাত বিদ্যুতায়িত হওয়ায় নীল হয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া হাসপাতালে পাঠানো হবে। নিহত যুবকের নাম আমিনুর রহমান মৃধা। ৩৫ বছরের আমিনুরের বাড়ি খোকসা উপজেলার গোপগ্রামে।
স্থানীয়দের বরাতে ওসি জানান, বিলজানি গ্রামের ডাব ব্যবসায়ী মিলন মিয়ার ভ্যান চুরি করতে আসে আমিনুর। প্রতিদিনের মতো রাতে ভ্যানটিতে চার্জ দেয়া হচ্ছিল। আমিনুর হাত দিয়ে চার্জের তার ছাড়াতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে সেখানে পড়ে ছিলেন। পরে স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের হাত বিদ্যুতায়িত হওয়ায় নীল হয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া হাসপাতালে পাঠানো হবে।
0 Comments