Random Posts

ভেড়ামারায় ডেলিভারি প্রতিষ্ঠান চিকেন হোম ডেলিভারির তেতুল কাঠের ঘানি ও মসলার মেশিন উদ্বোধন

বকুল কুমার দেবনাথ ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় করোনাকালীন সময় থেকেই চিকেন হোম ডেলিভারি তাদের হ্যাপি কাস্টমারদের দৈনন্দিন  চাহিদা পূরণে সফলতার সাথে কাজ করে যাচ্ছে। ক্রেতাদের চাহিদা পূরণে তারা শুরু থেকেই অর্গানিক পণ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। যার ধারাবাহিকতায় আজকে তেঁতুল কাঠের ঘানি মেশিন এবং মসলার মেশিন স্থাপন করলেন। ফিতা কেটে মেশিনটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ভেড়ামারা প্রেসক্লাব'র সভাপতি ও  চেতনায় কুষ্টিয়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল। চিকেন হোম ডেলিভারির কর্ণধার তরুণ উদ্যোক্তা  ফরহাদ আলম বলেন বিশুদ্ধ পণ্য সরবরাহে তারা বদ্ধ পরিকর। হ্যাপি কাস্টমারদের চাহিদা পূরণের লক্ষ্যে তাদের এই অর্গানিক আয়োজন। খাঁটি পণ্য সরবরাহের ক্ষেত্রে এটি একটি সেবা মূলক কার্যক্রম বলে মনে করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকেন হোম ডেলিভারি শুভাকাঙ্ক্ষী এবং হ্যাপি কাস্টমারগন।

Post a Comment

0 Comments