Random Posts

সন্ত্রাসী হামলায় তিন সাংবাদিক আহত

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় সন্ত্রাসীদের হামলায় তিনজন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের রাজারহাট মোড়ে পেশাগত কাজে সংবাদকর্মীরা ওই এলাকায় পৌঁছালে তাদের ওপর অতর্কিতভাবে হামলা চালানো হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সন্ত্রাসীদের হামলায় আহতরা হলেন, এসএটিভি ও বাসসের জেলা প্রতিনিধি নুর আলম দুলাল, এসএটিভির ক্যামেরা পারসন হাবিব রহমান ও দ্যা ডেইলি সানের কুষ্টিয়া প্রতিনিধি রেজাউল করিম রেজা গুরুতর আহত হয়েছেন। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য হাসান আলী বলেন, সন্ত্রাসীদের হামলায় আহত সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই সাথে মামলার প্রস্তুতি চলছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বিরুল আলম জানান, সাংবাদিকদের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। সেই সাথে মামলার আসামিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের বিষয়ে পদক্ষেপ নেয়া হয়েছে।

Post a Comment

0 Comments